Friday 23 August 2013

নন্দাইয়ের দ্বারা রচিত ইংরেজি ভাষা শেখার সহায়িকার প্রকাশনা । (Publication of English language 'Learning Guides' authored by Nandai)

২২শে অগাস্ট ,২০১৩,দুপুর ২:০১ মিনিটে পোস্ট করা ।


৬ই মে ,২০১০ সালে ,আমরা সকল শ্রদ্ধাবানেরা পরম পূজ্য বাপুকে রামরাজ্য ২০২৫ এই ধারণা সম্পর্কে বলতে শুনেছি ।এই বক্তৃতায় বাপু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান তথ্য অন্তর্ভুক্ত করেছেন ।এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল "অনর্গল বা সাবলীল  ইংরেজি বলতে শেখা "।বাপু বলেছিলেন যে "বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা ও লেনদেন ইংরেজি ভাষাতেই হয়ে থাকে ।আমাদের মাতৃভাষা আমাদের কাছে খুবই গর্বের তা নিশ্চই বলার অপেক্ষা রাখে না ।কিন্তূ প্রকৃত ভাবে ব্যক্তিগত অগ্রগতিরঅর্জন করতে গেলে  উন্নত ইংরেজি ভাষা জানা অপরিহার্য্।আমরা যদি এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে চাই তা হলে আমাদের ইংরেজি ভাষা সাবলীল গতিতে দক্ষ ভাবে বলতে শিখতে হবে ।এবং সেই অভিপ্রায়  নিয়ে আমরা গঠন করছি "শ্রী অনিরুদ্ধর ভাষা ও ভাষাতত্ত্বর প্রতিষ্ঠান " ("The Aniruddha's Institute Of Language and Linguistics")

বাপু আরও বলেন যে "অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কিছু বলার আগে নিজের মাতৃভাষায় মনে মনে ভেবে নেন ।এটা ঠিক নয় ।এটি শুধুমাত্র চিন্তা ও তার অভিব্যক্তির মধ্যে একটি লঙ্ঘন  সৃষ্টি করে ।এই লঙ্ঘন ইংরেজি ভাষার প্রবাহ ও সাবলীলতাকে গতিরোধ করে ।ভাষার মধ্যে প্রবাহ ও সাবলীলতা খুবই গুরুত্বপূর্ণ ।

 

আত্মাবল ইংরেজি ক্লাসের সময় নন্দাই

বাপু এও ঘোষণা করেন সৌ.সপ্নগন্ধাভিরা অনিরুদ্ধসিন জোশী (আমাদের প্রিয় নন্দাই )হবেন এই প্রতিষ্ঠানের একমাত্র  এবং সম্পূর্ণ দায়িত্বশীল  প্রধান ।আমরা সবাই জানি যে নন্দাই বিগত অনেক বছর ধরে "মহিলাদের জন্য আত্মাবল ক্লাস" পরিচালনা করছেন এবং "ইংরেজি ভাষা শেখা "তারই একটি গুরুত্বপূর্ণ অংশ ।কিছু কিছু মহিলারা যারা এই ক্লাসে ভর্তি হন ,তারা একটি ইংরেজি শব্দ  পর্যন্ত জানেন না ।তবে সামান্য ৬মাস সময়ে এই সব মহিলারা ইংরেজি বলতে ও লিখতে  শেখে ,যা তাদের দৈনন্দিন জীবনে মিথস্ক্রিয়া করতে সক্ষম  করেন ।এদেরই মধ্যে কিছু মহিলারা কোর্সের শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক  অনুষ্ঠানে, ইংরাজি  ছোটো নাটকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন ।

 



 







এই উদ্দেশ্য নিয়েই খুব শীঘ্রই প্রকাশিত হবে নন্দাইয়ের লেখা সহজে ইংরেজি শেখার বই ,সেটে এই বই প্রকাশিত হবে ।এই বইগুলি ইংরেজি শিখতে ইচ্ছুক শ্রদ্ধাবানেদের সামনে একটি সহজ এবং কার্যকরী পথ খুলে দেবে ।এই বইগুলি পরা, ব্যবহার করা ও দেখা একটি অনন্য এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হবে। এবং তা প্রমান করে দেবে যে এটি নিশ্চিত ভাবে একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ রামরাজ্যের যাত্রার লক্ষে, যে রামরাজ্য বাপু আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন ।

No comments:

Post a Comment