Saturday 19 September 2020

হনুমানচলিসা পঠন

হরি ওঁ ,

সকল শ্রদ্ধাবানদের জন্য একটি সুখবর এই যে , শ্রী অনিরুদ্ধ গুরুক্ষেত্রমে , প্রতি বছরের মতো এবারও হনুমানচলিসা পঠনের আয়োজন করা হয়েছে। অধিক আশ্বিন মাসে , ইংরেজি সেপ্টেম্বর মাসে সোমবার ২১শে সেপ্টেম্বর , ২০২০ থেকে রবিবার ২৭শে সেপ্টেম্বর , ২০২০ পর্যন্ত মোট এই সাত দিনে এই পঠন সুসম্পন্ন করা হবে।

কিন্তু এই বছরে গুরুক্ষেত্রমে পঠন করা সম্ভব নয় তাই সেই অসুবিধার কথা মাথায় রেখে , অন্যান্য বছরের ভিডিও রেকর্ডিং-এর সাহায্যে , অনিরুদ্ধ টিভি , ফেসবুক পেজ , ইউটিউবের মাধ্যমে ও সেইসঙ্গে "অনিরুদ্ধ ভজন মিউজিক রেডিও" এর সাহায্যেও ( অডিও স্বরূপে ) শ্রদ্ধাবানদের এই পঠনের লাভ অর্থাৎ সুফল লাভের একটি সুবর্ণ সুযোগ এনে দেওয়া হয়েছে। প্রত্যেক শ্রদ্ধাবান এই পঠনে অংশ গ্রহণ করতে পারেন , আপন আপন ঘরে বসে।

এক দিনের জন্য বা একাধিক দিনের জন্যও এই পঠনে "জপক" হিসাবে অংশ গ্রহণ করতে পারেন। কিন্তু প্রতি বারের মতো এই বারেও "এ" ও "বি" দুটি ব্যাচ রাখা হয়েছে। আর প্রত্যেক "শ্রদ্ধাবান জপক" ওই সব দিনের দুটি ব্যাচের মধ্যে যে কোন একটি ব্যাচের জন্য নাম দিতে পারেন।

পঠনের সময়সূচি নিম্নরূপ হবে :-

     "এ" ব্যাচ  "বি" ব্যাচ    আবর্তনদুই ব্যাচের শ্রদ্ধাবানদের এক এক ঘন্টা করে পঠন করতে হবে ও সারাদিনে মোট ছয় বার আবর্তনে যোগ দিতে হবে। যখন "এ" ব্যাচের আবর্তন শুরু হবে তখন "বি" ব্যাচ বিশ্রাম ক'রতে পারবে। একই ভাবে যখন "বি" ব্যাচ পঠন করবে তখন "এ" ব্যাচ বিশ্রাম ক'রবে।

এই পঠনে সহভাগী হওয়ার জন্য শ্রদ্ধাবানদের নাম দিতে হবে , রবিবার ১৩ই সেপ্টেম্বর , ২০২০ থেকে নীচে দেওয়া ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে।

নাম দেওয়ার জন্য ওয়েবসাইট লিঙ্ক :-

প্রসঙ্গত , যদি কোন শ্রদ্ধাবান ভক্তের সারাদিন ধরে পঠনে অংশ গ্রহণ করতে অসুবিধা থাকে , তাহলে তিনি সাত দিন ধরে , তাঁর সুবিধা অনুযায়ী যে কোন সময়ে এই পঠনে অংশ গ্রহণ করতে পারেন।

জপের জন্য খাওয়া দাওয়া বা পরিধেয় পোষাকের ওপর কোনো বিধিনিষেধ নেই কিন্তু আমিষ , অর্থাৎ মাছ মাংস না খাওয়াই শ্রেয়।

সদগুরু শ্রীঅনিরুদ্ধের কৃপায় , তাঁর আশীর্বাদে প্রাপ্ত এই সুবর্ণ সুযোগ , এই পঠনের লাভ অধিক অধিক শ্রদ্ধাবান যেন গ্রহণ করেন।

। হরি ওঁ । শ্রীরাম । অম্বজ্ঞ ।
। নাথসম্বিধ্ ।

- সমীরসিংহ দত্তোপাধ্যে 
শুক্রবার , দি. ১১ই সেপ্টেম্বর , ২০২০

No comments:

Post a Comment